ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ হলো নওগাঁতে “শিশু আইন ২০১৩” শীর্ষক বিচারকগণের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

গতকাল সকাল নয়টায় কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম

নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আজ দুপুরে শেষ হলো “শিশু আইন ২০১৩” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

গতকাল সকাল নয়টায় কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ। দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল জজ ও ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করে হাতেকলমে প্রশিক্ষণ নিয়েছেন।

বিচারকগণের প্রশিক্ষণ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। জেলার সমস্ত বিচারকগণ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আবু হেনা মস্তফা কামাল।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন