বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) এর ফল সেমিস্টার ২০২৩ এর ভর্তিমেলা শুরু হয়েছে।
শুক্রবার ২রা জুন রাজধানীর মান্ডায় গ্রীন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়া।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আমিনুল হক ভূইয়া বলেন, এ বছর নির্বাচনের বছর আর আামাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত। আমি সকল ছাত্র ও ছাত্রীকে পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে আহবান জানাই।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্রস্থল। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হলো নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।
ভর্তি মেলায় কযেকজন শিক্ষার্থীর হাতে ভর্তি ফরম তুলে দেয়া হয়। ২ জুন থেকে ৯ জুন ২০২৩ পর্যন্ত ভর্তি মেলা চলবে। ভর্তি মেলা চলাকালীন ভর্তি ফি-এর ওপর ৫০% ছাড়ের পাশাপাশি স্পট অ্যাডমিশনের ওপর থাকছে বিশেষ ছাড়। ভর্তি মেলা ৯ জুন শেষ হলেও ফল সেমিস্টার-২০২৩ এর ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ. ন. ম. রফিকুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, প্রক্টর ড. মো. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সুলতান আহমদ, আইন বিভাগের চেয়ারম্যান ড. মো: গোলাম রসুল, ফাতেমা খাতুন হলের প্রভোস্ট নাইমা ফারহানা খান ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাসিউদ্দিন আনোয়ার আহমেদ বক্তব্য রাখেন।
এ সময়ে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।