ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিশ্বদুগ্ধ দিবস পালিত

জয়পুরহাটে বিশ্বদুগ্ধ দিবস পালিত

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়- বর্ণাঢ্য শোভাযাত্রা (বর্ণাঢ্য র‍্যালি) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে (আজ)জেলা ভেটেইনারি হাসপাতাল চত্বরে রঙবেরঙের বেলুন উড়িয়ে গৃহীত কর্মসূচির উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

এর পর সেখান থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (বর্ণাঢ্য র‍্যালি) বের করা হয়। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজার রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এবং বিশেষ অতিথি- অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মণ্ডল বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে- একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অনুষ্ঠানে উপস্থিত- খামারি ও অতিথিদের মধ্যে প্রায় ১হাজার প্যাকেট দুধ (তরল প্যাকেটজাত দুধ) বিতরণ করা হয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন