ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে শহীদ জিয়ার ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত

জয়পুরহাটে শহীদ জিয়ার ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত

নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (আজ) সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক- মাসুদ রানা প্রধান ।এ সময় অন্যান্যের মধ্যে জেল্যা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক,সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ, জেলা স্বেচছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব সামস মতিন ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রকাশনার প্রদর্শনী ও বিক্রি উপলক্ষে সংক্ষিপ্তাকারে বই মেলা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন