শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১০ হাজার উট গুলি করে মারবে অস্ট্রেলিয়া

আনানজু পিৎজারা ইয়ানকুনি ল্যান্ডস এলাকার এক আদিবাসী নেতা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১০ হাজারেরও বেশি উটকে গুলি করে মারা হবে।

আদিবাসী নেতার পক্ষ থেকে এ বিষয়ে আদেশ আসার পর উটগুলো মারার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৮জানুয়ারি) হেলিকপ্টার থেকে বন্য এই উটগুলোকে গুলি করে মারার প্রক্রিয়া শুরু হবে। প্রশিক্ষিত শুটার দিয়ে উঠগুলোকে মারা হবে।

উটগুলোকে মারার কারণ হিসেবে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল খরাপ্রবণ এলাকা হওয়ায় এই অঞ্চলে পানির ব্যাপক সংকট রয়েছে। তাই বসবাসকারী বন্য উটগুলোর অনেক বেশি পানির প্রয়োজন।

তারা ওই এলাকার বেশিরভাগ পানি খেয়ে ফেলছে। পানির খোঁজে উটগুলো বিভিন্ন জায়গায় বিচরণের কারণে সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া এই এলাকায় মিথেন গ্যাস সৃষ্টির জন্যও দায়ী তারা।

দেশটির জাতীয় বন্য উট ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের দাবি, এই উটদের সংখ্যা যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে প্রতি নয় বছরে সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্যও উট দায়ী। প্রতি বছর তাদের মলমূত্র থেকে যে পরিমাণ মিথেন গ্যাস বের হয় তা ১ টন কার্বন-ডাই-অক্সাইডের সমপরিমাণ। অর্থাৎ, ৪ লাখ গাড়ি থেকে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, সেই পরিমাণ কার্বনডাই অক্সাইড সৃষ্টির জন্য দায়ী এই উটগুলো।

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  ১৭ দিনের নবজাতক কোলে ৫০০ কিমি হেঁটে বাড়ি ফিরলেন মা

সংবাদটি শেয়ার করুন