ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল

ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত চলবে মেট্রোরেল

নির্ধারিত সময় ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করবে মেট্রোরেল জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেল চলার আগে বেশ কয়েকটি টেস্ট করা হয়। প্রথমে পারফর্মেন্স টেস্ট, সিস্টেম ইন্টিগ্রিটি টেস্ট, তারপর ট্রায়াল। এরপর কিন্তু চলাচল শুরু হয়। আমাদের হাতে যে সময় আছে তার মধ্যে কাজ শেষ করব।

আঁকাবাঁকা এ পথের সব স্টেশনের প্ল্যাটফর্ম প্রস্তুত। শেড বসানো, বৈদ্যুতিক কাজসহ চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। প্রথম ধাপের অভিজ্ঞতায় জুনে ট্রায়াল রান শুরু হলেও ডিসেম্বরের আগেই মতিঝিলে মেট্রোরেল নিতে কোনো চ্যালেঞ্জ দেখছেন না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

প্রথম ধাপে স্বপ্ন ছোঁয়ার পর এবার পরের পর্বের পালা আর সেই পথ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। মেট্রোরেলের শতভাগ সুফল পেতে এ পথটুকুর গুরুত্ব যে কতটুকু, তা ভালোই জানা এ নগরের বাসিন্দাদের। আর নগরবাসীর সেই চাহিদা বুঝেই নির্ধারিত সময়ের আগেই শেষ করতে চান তারা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন