ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চরফ্যাশনে যুবকের হাত ধরে এসএসসি পরিক্ষার্থী উধাও

চরফ্যাশনে যুবকের হাত ধরে এসএসসি পরিক্ষার্থী উধাও

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ওমর নামে এক যুবকের হাত ধরে আছিয়া নামে এক এসএসসি পরিক্ষার্থী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মে ) বিকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে যুবকের হাত ধরে পালিয়ে যান এসএসসি পরীক্ষার্থী আছিয়া।

তারা দুইজনেই দক্ষিণ আইচা থানার চরকুকরি-মুকরি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের বাসিন্দা, সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন । পালিয়ে যাওয়া ওই পরীক্ষার্থী আছিয়া চরকুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।

অনুষ্ঠিত মঙ্গলবার (১৬ মে) সকালের এসএসসি পরীক্ষার শুরু থেকে ঘরির কাটায় যখন বেলা ১১ টা বাজলো তারপরও এসএসসি পরীক্ষার্থী আছিয়া পরিক্ষায় অংশগ্রহণ করেনি। পরে পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারেন চাচাতো ভাই ওমর নামে এক যুবকের সাথে পালিয়ে যান পরিক্ষার্থী আছিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন দত্ত।

জানা যায়, দক্ষিণ আইচা থানার চরকুকরি-মুকরি ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আমিন পুর গ্রামের আবু বক্কর মাঝির মেয়ে আছিয়া’র সাথে একই গ্রামের প্রবাসী চাচা বজলু’র ছেলে মো. ওমর’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আছিয়ার। এরপর মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য সোমবার চরকুকরি-মুকরি নিজ বাড়ি থেকে চরমানিকা ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসার উদ্দিশ্যে রওনা হন। এদিকে মঙ্গলবার পৌরনিতি পরিক্ষায় অংশ গ্রহন করেনি ওই পরীক্ষার্থী। এরপর অনেক খোঁজখোঁজির পর সন্ধান মিলে চাচাতো ভাই যুবক ওমরের সাথে পালিয়ে ঢাকায় ওমরের মা থাকার সুবাদে আছিয়াকে নিয়ে সেখানে অবস্থান করেছে ওমর।

আছিয়ার পিতা আবু বক্কর এসব বিষয়ে সততা নিশ্চিত করে বলেন, তারা দু’জনেই বর্তমান ঢাকায় আমার ভাই এর বাসায় অবস্থান করছে। তাদের দুইজনের অপ্রাপ্ত বয়স হওয়ায় ওমরের পরিবারের সাথে যোগাযোগ করে আমার মেয়েক বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে থানায় কোনো অভিযোগ করেনি আছিয়ার পিতা।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন এসএসসি পরীক্ষার্থী পালিয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকের কাছে শুনে আপসোস করে তিনি বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন