অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র উপকূল অতিক্রমের পর বৃষ্টিপাত বাড়বে। এতে আগামীকাল সোমবার ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হবে।
রবিবার (১৪ মে) দুপুর ১টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী মোখার প্রভাবে টানা কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে তীব্র তাপদাহ বয়ে গেছে। ঘূর্ণিঝড়টি আজ মিয়ানমার ও কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূল অতিক্রম করছে। মোখার আঘাতে সেন্ট মার্টিনের উপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাচ্ছে। সন্ধ্যার মধ্যে সেটি উপকূল পুরোপুরি অতিক্রম করবে। এর কেন্দ্র এবং এর ডানপাশ রয়েছে মিয়ানমারের দিকে।