ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাছ কাটা নিয়ে লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

জয়পুরহাট সদরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত শাহিদ হোসেন নামে এক যুবক মারা গেছেন। 

বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত শাহিদ হোসেন সদর উপজেলার মাঝিপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে। 

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সোমবার বিকেলে প্রতিপক্ষের লোকজন একটি গাছ কাটছিলেন। এ সময় শাহিদ হোসেন বাধা দিলে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে শাহিদ গুরুতর আহত হন।

ওসি জানান, শাহিদ হোসেনকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন