নেত্রকোণার মোহনগঞ্জের ভাটি সুয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে বাড়ি চলে যাওয়ায় শোকজ করা হয়েছে।
আাগমী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে ৩০ এপ্রিল প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে এ শোকজ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল দুপুর একটায় স্কুল ছুটি দিয়ে বাড়ি চলে যান শিক্ষকরা।
এ বিষয়টি স্থানীরা ভিভিও ধারণ ফেসবুকে পোস্ট করেন। অনেকে ফোনে বিষয়টি শিক্ষা কর্মকর্তাকে জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তারকে ফোনে বিষয়টি জানান শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার। সেইসাথে ফের স্কুল খুলতে বলেন তিনি। কিন্তু শিক্ষা কর্মকর্তার কথায় কর্ণপাত করেননি প্রধান শিক্ষক। তিনি এদিন আর স্কুল খোলেননি।
এ ঘটনায় কৈফিয়ত তলব করেন শিক্ষা কর্মকর্তা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, কৈফত তলবের নোটিশ পাইনি। তবে নির্ধারিত সময়ের আগে স্কুল বন্ধ করা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে দুঃখিত ও লজ্জিত।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার বলেন, এ বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে।
আনন্দবাজার/শহক