শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় শিলাবৃষ্টিতে বাঘবেড়, কলসপাড়, রাজনগর ইউনিয়নের প্রায় ৩০ হেক্টর জমির ধান শিলা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ফসল ঘরে ওঠার শেষ মুহূর্তে বড় ধরনের ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ কৃষক।
২৯ এপ্রিল শনিবার বিকালে হঠাৎ কালবৈশাখী আর শিলা বৃষ্টি হয়। এতে আম, ভুট্টা, গম,লেচু ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও শিলার আঘাতে ঘর-বাড়ির ক্ষতির পাশাপাশি ঝড়ে উড়ে গেছে স্থাপনা। তবে বৃষ্টির পানির চেয়ে শিলার তোপে মাটিতে নুয়ে পড়েছে কৃষকের সবুজ খেত।
দাঁড়িয়ে আছে ধান গাছ। শীষে নেই পাকা ধান। জমিতে পড়ে আছে এসব ধান। শিলাবৃষ্টির এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকের স্বপ্ন মাটিতে মিশে গেছে।
কলসপাড় ইউনিয়নের পাচগাঁও গ্রামের কৃষক খোরশেদ বলেন আমার কয়েক একর জমির ধান এই শিলা বৃষ্টিতে মাটিতে পড়ে গেছে।আমার আর হলো না বাড়িতে ফসল নেওয়া।এখন আমি কিভাবে এই ক্ষতি পুষিয়ে নিব।
উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিপূরণ ভর্তুকি ব্যবস্থা করে দেওয়ার।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন শিলা বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইউনিয়ন গুলোতে। প্রায় ৩০ হেক্টর জমি।
আনন্দবাজার/শহক