ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে আহত ২৯ যাত্রী

জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহি বাস রাস্তায় উল্টে ২৯ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোরে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহি বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে গেলে ২৯ জন যাত্রী আহত হন।

স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন