কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য,সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,সহকারি কমিশনার(ভূমি)তামারা তাসবিহা,পৌর মেয়র শওকত উসমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুকশেদুল হক,কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার মঈনুর রহমান মনির,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজল হোসেন,উপজেলা প্রকৌশলী অন্তুবল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুরজাহান বেগম,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
আনন্দবাজার/শহক