ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাবি

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকেই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজধানীর শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরবর্তীতে তারা শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে।

বিক্ষোভে ছাত্রলীগ, ছাত্রদল, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচি থেকে ঢাবি ছাত্রীকে ধর্ষণে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা।

আরও পড়ুন: কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী

এসময় অনতিবিলম্বে ধর্ষকের বিচার দাবি করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, এখন থেকে প্রত্যেকের নিজের দিকে খেয়াল রেখে প্রতিবেশীর দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো ধরনের সন্দেহমূলক আচরণ দেখা গেলে তৎক্ষণাৎ প্রতিবাদ করতে হবে।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, মানুষরূপী জানোয়ারদের গ্রেফতার করতে হবে। এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই বিচার না পাওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না। আমরা অনিরাপত্তা বোধ করছি। প্রশাসনকে আমরা এ ব্যাপারে জানিয়েছি যাতে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে শাস্তি প্রদান করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এটা দেশের সামগ্রিক জবাবদিহিহীনতার রূপ। এই সরকারের আমলে ধর্ষণের শিকার কোনো নারী বিচার পায়নি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন