‘আপনারা মাদক ব্যবসায়ীদের বেঁধে আমাকে ফোন দিবেন। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি।’ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা ও ওপেন হাউজডে অনুষ্ঠানে গত শনিবার (২৫ ফেব্রুয়ারী) এমন কথা বলেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা নাসিক। সিদ্ধিরগঞ্জ রেবতি মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত সভা আয়োজন করা হয়।
তিনি বলেন, এই ৫ নং ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। এই ওয়ার্ডে হয় মাদক ব্যবসায়ী থাকবে না হয় পুলিশ থাকবে। আমি যে থানায় থাকবো সেখানে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না।
ওসি গোলাম মোস্তফা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে এই ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ী থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এই দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর জন্য আপনারা সকলে দোয়া করবেন। আপনারা সকলে আমাদের সহযোগীতা করবেন। আপনাদের ছেলে-মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে সেটা দেখার দায়িত্ব আপনাদের। আপনাদের টাকায় আমাদের পুলিশের বেতন হয়। পুলিশ সবসময় আপনাদের যেকোন সমস্যায় সেবা দিতে প্রস্তুত।
তিনি বলেন, শুনেছি পুলিশ পরিচয়ে নাকি অনেক সময় রাতে বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। কেউ যদি পুলিশ পরিচয়ে আপনার বাসায় যায় তাহলে সন্দেহ হলে আপনার বাসার দরজা না খুলে আপনারা থানায় ফোন করবেন। আশা করি দশ মিনিটের মধ্যে আপনার বাসায় পুলিশ চলে আসবে।
ওসি মো. গোলাম মোস্তফা আরও বলেন, সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইভটিজিং করে, মাদক ব্যবসা করে ও ভূমিদস্যুতা করে এদের পিছনে একটা কারণ থাকে। প্রথমে কিছু শ্রেনীর বন্ধু বান্ধব যুবকদের টার্গেট করে নিজের অর্থ খরচ করে মাদকসেবন শেখায়। কিছুদিন পর ওই যুবক পুরোপুরি মাদকে আসক্ত হয়ে পরলে মাদকের টাকা না পেয়ে ছিনতাই শুরু করে। তারপর ঐ ছেলেটি তার পরিবারের সদস্যদের কাছ থেকে মাদক সেবনের টাকা চাইতে শুরু করে। পরিবার সেই টাকা না দিলেই তার মা-বাবাকে হত্যা করা হয়। একটি পরিবারে একজন মাদকসেবী সন্তান থাকলে সেই পরিবার ধ্বংস হয়ে যায়। সকলেই পুলিশকে দায়ী করেন। পুলিশকে দায়ী করার পূর্বে নিজ নিজ জায়গা থেকে আপনাদের সন্তানের দায়িত্ব নেন। তাহলেই দেখবেন সমাজ থেকে অপরাধ অনেকটাই কমে আসবে।
নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি হাজী আনিসুর রহমান, নাসিক ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ: রব, এম.এ. জামান, সহ-সভাপতি হাজী মোমিন আলী প্রধান, মো. আ: জলিল ভূইঁয়া, মোহন সরকার, সাধারণ সম্পাদক জাকির হোসেন বকুল, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, কাউসার আহম্মেদ আলম চাঁন, শাহ্ আলম সাউদ, রজ্জব আলী, সহ সম্পাদক আহমেদ আলী ফারুক, মো. সিদ্দিক মাদবর, কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মো. হামিদুল ইসলাম জয়, প্রচার সম্পাদক মো. জব্বার সাউদ।
আনন্দবাজার/কআ