ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আইএসিআরডি বোর্ড এর নির্বাহী পরিচালক হলেন ইবিএইউবি ভিসি রাশেদুল হাসান

আইএসিআরডি বোর্ড এর নির্বাহী পরিচালক হলেন ইবিএইউবি ভিসি রাশেদুল হাসান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান সম্প্রতি ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (আইএসিআরডি) বোর্ড-এর নির্বাহী পরিচালক (সম্মানসূচক) পদে মনোনীত হয়েছেন।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জনসংযোগ প্রধান মো. মনিরুল ইসলাম রিনটু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতির বিভিন্ন ধারণার বিকাশ ও বিস্তার নিয়ে কাজ করে থাকে।

আরও বলা হয়, আইএসিআরডি-এর বোর্ডের নির্বাহী পরিচালক পদে মনোনীত হওয়ার পর্ প্রফেসর রাশেদুল হাসান গবেষণাকে শিক্ষার একটি অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বব্যাপী বিস্তার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন