এবারে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও সাংবাদিক মো. ওয়ালিউল ইসলাম সাকিবের প্রথম কবিতার বই ‘বিদঘুটে বিষাদে’।
কবি তার বইতে বিষাদের পেয়ালায় প্রেমের এক ভিন্ন অনুভূতির পসরায় সাজিয়েছেন প্রতিটি কবিতা। তার কবিতায় যেমন ঠাঁই পেয়েছে বিরহ তেমনই জায়গা করে নিয়েছে বিপ্লবী অনুভবও।
তিনি বলেন, ‘সাহিত্যের মূল স্বাদ আস্বাদন করতে কবিতায় নিমগ্ন হতে হয়। কবিতাই পারে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, বিষাদ কিংবা বিপ্লবের মতো ব্যাপারগুলোকে অল্প কথায় ভীষণ গভীর দ্যোতনায় তুলে ধরতে। বিভিন্ন সময়ে লেখা কবিতাগুলোতে মূলত আমি মানুষের শ্বাশত বোধগুলোকেই তুলে আনতে চেষ্টা করেছি।’
‘বিদঘুটে বিষাদে’ বইটি পাওয়া যাচ্ছে ‘রাহনুমা প্রকাশনী’র ২০৬ (ঘ,ঙ) নম্বর স্টলে। এছাড়া অনলাইনের একাধিক প্রতিষ্ঠান থেকেও বইটি কিনতে পারবেন পাঠকরা।
কবি এর আগে যৌথভাবে ‘স্বপ্নে যখন তুমি’ ও ‘সহস্রাব্দের বটতলে’ নামে দুটি বই করেছেন। বর্তমানে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে এটিএন নিউজে কর্মরত আছেন।
আনন্দবাজার/শহক