ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মূল্যস্ফীতির শীর্ষে থাকা ১০ দেশ

অর্থনীতির নীরব ঘাতক বলা হয় মূল্যস্ফীতিকে। মূল্যস্ফীতি হচ্ছে রাজনৈতিকভাবেও সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক সূচক। কারণ, মূল্যস্তর বেড়ে গেলেই মান খারাপ হয়ে যাবে মানুষের জীবনযাত্রার। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে সব সরকারেরই অর্থনৈতিক মূল লক্ষ্য। তবে সব সরকার সফল হয় না। অর্থনৈতিক পরিস্থিতিকে সামালতে পারে না।

প্রথম বিশ্বযুদ্ধের পর পর অতি মূল্যস্ফীতি জার্মানির অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। আর এখন জিম্বাবুয়ে হচ্ছে এই সময়ে দীর্ঘ বছর ধরে অতি মূল্যস্ফীতির টানা উদাহরণ। দেশটির নাগরিকদের ব্যাগভর্তি বাজার নিয়ে আসতে গুনতে বস্তা ভরা টাকা। তবে এখন লাগামছাড়া মূল্যস্ফীতির দেশ হয়ে গেছে ভেনেজুয়েলা।

বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখন ৬.০৫ শতাংশ।

দেখা যাক কোন দশটি দেশ মূল্যস্ফীতি হাররে দিক দিয়ে শীর্ষে আছে।

(১) ভেনেজুয়েলা – ৩৯১১৩.৮০%

(২) জিম্বাবুয়ে – ৪৮০.৭০%

(৩) দক্ষিণ সুদান – ১৭০.৫০%

(৪) সুদান – ৫৭.৭০%

(৫) আর্জেন্টিনা – ৫১.৪০%

(৬) লাইবেরিয়া – ৩০.৯০%

(৭) ইরান – ২৭.০০%

(৮) ইথিওপিয়া – ২০.৮০%

(৯) হাইতি – ১৯.৫০%

(১০) অ্যাঙ্গোলা – ১৬.৩২%

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন