ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাড়িচাপা দিয়ে নারীকে হিঁচড়ে নেয়া সেই শিক্ষকের মৃত্যু!

গাড়িচাপা দিয়ে নারীকে হিঁচড়ে নেয়া সেই শিক্ষকের মৃত্যু!

চলন্ত গাড়ির নিচে বাঁধিয়ে এক নারীকে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেই শিক্ষক মো. আজহার জাফর শাহ (৫৫) মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাপসাতালে নিয়ে আসা হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

কারাসূত্রে জানা যায়, কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন জাফর। শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সড়ক দুর্ঘটনাজনিত মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ১৭৭/২৩।

গেল বছরের দুই ডিসেম্বর বিকেল তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উল্টো পাশের টিএসসি অভিমুখী সড়কে একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেন জাফর। এতে মোটরসাইকেলের থাকা রুবিনা আক্তার পড়ে যান এবং প্রাইভেটকারের নিচে চাপা পড়ে আটকে যান। চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। তাকে থামাতে ব্যর্থ হন পথচারীরাও। গাড়ির নিচে আটকে থাকা নারীকে নিয়েই টিএসসি থেকে বেপরোয়া গতিতে নীলক্ষেতের দিকে যান চালক। পেছনে পথচারীরা তাকে ধাওয়া করেন। পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে চালককে আটকে রুবিনাকে উদ্ধার করেন পথচারীরা। এসময় চালক জাফরকে গণপিটুনি দেওয়া হয়। পরে দুজনকেই ঢাকা ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর বিকেল পাঁচটার দিকে চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনার পর একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রুবিনার ভাই জাকির হোসেন মিলন।

উল্লেখ্য, জাফর শাহকে নৈতিক স্খলনজনিত কারণে ২০১৮ সালে পদাবনতিসহ চাকরিচ্যুত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন