নতুন বছরের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। পর্যটন ও চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র বলছে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে পারে। তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে ধারণা করা হচ্ছে।
তাপমাত্রা নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। নভেম্বর থেকে হঠাৎ করে বেশি শীত অনুভূত হতে শুরু করেছে। রেকর্ড অনুযায়ী, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানান আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান।
তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশগত কারণে এখানকার ঠান্ডা সিলেটের অন্যান্য জায়গার তুলনায় বেশি।
আনন্দবাজার/কআ