ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসে একমাত্র বিশ্বকাপটা জিতে স্বপ্নের মতো একটা বছর কাটালেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সে হলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এরই পর ক্লাব থেকে লম্বা ছুটি পেলেন মেসি। বড় দিনের পর পরই নতুন বছরের উদযাপনেও পরিবারের সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে নতুন বছরের বার্তা দিয়েছেন।
ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এমন একটা বছর শেষ হল যা আমি কোনও দিন ভুলতে পারব না। যে স্বপ্নটা দীর্ঘদিন ধরে লালন করছিলাম, তা অবশেষে সত্যি হয়েছে। পরিবার এবং বন্ধুবান্ধবের ভালবাসাটা ছিল অসাধারণ। বার বার ব্যর্থ হওয়ার পরেও তাদের অকুণ্ঠ সমর্থন না থাকলে এই জায়গায় কোনো দিন পৌঁছতে পারতাম না।’
ইনস্ট্রাগ্রামে মেসি আরও লিখেছেন, ‘যারা আমাকে অনুসরণ করেন এবং সমর্থন করেন, তাদের সঙ্গেও একটা সুন্দর স্মৃতি তৈরি করে রাখতে চাই। সবার সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে গর্বিত। এত উৎসাহ না পেলে কোনও দিন এই স্বপ্ন পূরণ হত না। প্যারিস, বার্সেলোনা এবং আরও অনেক শহর ও দেশ থেকে ভালবাসা পেয়েছি। সেটা নিজের মনের মধ্যে আজীবন রেখে দিতে চাই।’
নতুন বছরে সবার ভালো প্রত্যাশা জানিয়ে মেসি লিখেছেন, ‘আশা করি আগামী বছরটাও আমাদের সবার খুবই ভাল কাটবে। সবার সুস্বাস্থ্য এবং শক্তি কামনা করি। সবাইকে ভালবাসা।’
উল্লেখ্য, বিশ্বকাপ জেতার পর ২০ ডিসেম্বর দেশে ফেরেন মেসি। পরিবার এবং তিন সন্তানের সঙ্গে বড়দিন কাটান। সেখানে ছিলেন লুইস সুয়ারেস ও আন্দ্রে ইনিয়েস্তার মতো বন্ধুও। প্যারিসে ফেরার আগেই বিরাট পার্টির আয়োজন করেন মেসি। সান্টা ফে-র রোসারিও সিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের নাম ছিল ‘চ্যাম্পিয়নদের উৎসব’।
আনন্দবাজার/কআ