ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৭০ কেজি ওজনের মাছ ধরা পড়লো সুন্দরবনে

সম্প্রতি ৭০ কেজি ওজনের এক মাছ ধরা পড়ল সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের নদী থেকে। যার দাম উঠেছে ৫০,০০০ টাকা।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে হেমনগর নদীতে জেলেদের জালে ধরা পড়লো প্রায় সত্তর কেজি ওজনের এক বিশাল আকৃতির মাছ।

জেলেরা জানিয়েছেন, এই বড় আকৃতির মাছটির নাম কই ভোলা মাছ। সচারচর দেখা যায় না এ মাছ। মূলত সুন্দরবনের গেঁয়ো ভাষায় জংলী মাছ বলেই এটি পরিচিত। জেলেদের সূত্রে জানা যায়, সুন্দরবনের হেমনগর এর বাসিন্দা মৎস্যজীবী শঙ্কর মন্ডল এদিন বিকেলে নৌকা করে নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। সেই সময় তার জালে ধরা পড়ে প্রায় সত্তর কেজি ওজনের এই কই ভোলা মাছটি। পাশের বেশ কয়েকজন জেলে নদীতে মাছ ধরছিলেন। তারা বিষয়টি দেখতে পেয়ে শঙ্করকে সাহায্য করতে এগিয়ে আসেন।

অবশেষে শঙ্কর ও তার এক সঙ্গী বিশাল আকৃতির এই কই ভোলা মাছটি ধরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মাছঘাটের আড়ৎতে নিয়ে আসে। যার বাজার মূল্য উঠেছে প্রায় ৫০ হাজার টাকা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন