হঠাৎ করেই টুইটার ব্যবহারকারীরা লগইন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। টুইটারে লগইন করার সময় ত্রুটি দেখতে পাচ্ছেন বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি ব্যবহারকারী।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে টুইটারে এমন অবস্থার সৃষ্টি হয়। বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী টুইটারের ওয়েব সংস্করণে লগইন করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। জানাগেছে কয়েকবার রিফ্রেশ করেও ব্যবহারকারীরা লগ ইন বা লগ আউট করার সময় ত্রুটি বার্তা দেখতে পাচ্ছেন। সার্ভারের সমস্যায় গত এক বছরে বার বার বন্ধ হয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে টুইটার। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার ও টুইটার প্রধানকে নিয়ে হাসি মজার বিভিন্ন মিম ও জোকস ছড়াচ্ছেন এর ব্যবহারকারীরা।
উল্লেখ্য, ট্রাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, দশ হাজার ব্যবহারকারী টুইটার ব্যবহার করতে পারছেন না বলে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে রিপোর্ট করেছেন।
আনন্দবাজার/কআ