ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে উর্দু বিভাগের নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাবিতে উর্দু বিভাগের নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ভারতীয় উপমহাদেশে সাহিত্য চর্চায় উর্দু কবিদের অবদান তুলে ধরে বলেন, অনেক উর্দু কবিই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে।

এসময় তিনি মহামনীষীদের জীবন দর্শন অনুসরণ করে সৎ, আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ওই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন