ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে শর্ত সাপেক্ষে গণমিছিলের অনুমতি: ডিএমপি

বিএনপিকে শর্ত সাপেক্ষে গণমিছিলের অনুমতি: ডিএমপি

কোন প্রকার বিশৃঙ্খলা না করার শর্তে বিএনপিকে ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করার অনুমতি দিয়েছে মহানগর পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এ অনুমতি দেওয়া হয়। এছাড়া গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি।

‘বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে আসেন। বৈঠকে দলটির পক্ষ থেকে আগামী ৩০ ডিসেম্বর তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল করতে চান। আমরা সার্বিক বিষয় বিবেচনা করে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।’ এমন তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা নেই উল্লেখ করে বলেন বিএনপি আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছে। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতার চেষ্টা করা হয়। তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে,নির্দিষ্ট রুটেই শুরু হবে। গণমিছিল যেন বিএনপির পছন্দে রুটেই করতে পারি। সে ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।

উক্ত বৈঠকে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দফতরে আসেন বিএনপির ভাইস- চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন