শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৯০ হাজার প্রাণীর জীবন বাঁচিয়েছে আরউইন পরিবার

বন্যপ্রাণী সংরক্ষণে বিশাল অবদান রেখে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছিলেন অস্ট্রেলিয়ার টেলিভিশন উপস্থাপক স্টিভ আরউইন। ২০০৬ সালে তার মৃত্যুর পর সেই দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছে তার পরিবার। স্টিভ আরউইনের মেয়ে বিন্দি আরউইন ও পরিবারের অন্যরা মিলে এখন পর্যন্ত প্রায় ৯০ হাজারেরও বেশি বন্যপ্রাণীকে উদ্ধার ও চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের মধ্যেও বহু বন্যপ্রাণীর উদ্ধার ও সুরক্ষা দিয়ে যাচ্ছেন তারা।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে ‘অস্ট্রেলিয়া জু’ নামে একটি বিশাল চিড়িয়াখানা পরিচালনা করছে আরউইন পরিবার। দেশটির সাম্প্রতিক দাবানলের সময় আক্রান্ত বহু বন্যপ্রাণীকে ‘অস্ট্রেলিয়া জু’তে চিকিৎসা দেওয়া হয়েছে। আরউইন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এক হাজার একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি দাবানলে আক্রান্ত হয়নি।

আরউইন পরিবার পরিচালিত বন্যপ্রাণীদের জন্য ওয়াইল্ডলাইফ হাসপাতালের ৯০ হাজারতম রোগী ছিল ওলি নামের একটি প্লাটিপাস। স্টিভ আরউইনের সন্তান রবার্ট আরউইন তার ইন্সট্রাগ্রাম পোস্টে লিখেছেন, অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থ মানুষ ও বণ্যপ্রাণীদের জন্য তার হৃদয় কাঁদছে।

প্রসঙ্গক্রমে, অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর মাসে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণী প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সিডনি বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদরা ধারণা করছেন, অব্যাহত দাবানলে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপ জাতের অন্তত ৪৮ কোটি প্রাণী প্রাণ হারিয়েছে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান সৌদির

সংবাদটি শেয়ার করুন