ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইআরএফের সভাপতি রেফায়েত, সম্পাদক কাশেম

ইআরএফের সভাপতি রেফায়েত, সম্পাদক কাশেম

অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা। শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশের সংগঠনটির সদস্যদের ২০০ ভোটের মধ্যে ৯১ ভোট পেয়ে ২ বছরের জন্য নির্বাচিত হন তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ সংবাদদাতা আবুল কাশেম ১১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১০৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির সালাহউদ্দিন বাবলু। সহ-সাধারণ সম্পাদক পদে ডেইলি অবজারভারের মো. মিজানুর রহমান ও অর্থ সম্পাদক পদে রহিম শেখ জয়ী হয়েছেন।

ইআরএফের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বদিউল আলম, মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম ও শাহ আলম নূর। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ এবং টিভি টুডের চিফ এডিটর মঞ্জুরুল আহসান বুলবুল এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির মহাসচিব মনিরুজ্জামান টিপু যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন পর্যবেক্ষণ করেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন