অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক টানটান উত্তেজনাপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত চরম পর্যায়ে পৌঁছে গেছে। সম্প্রতি মসজিদে ‘লাল পতাকা’ বা যুদ্ধের প্রতীক উড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা জানিয়েছে ইরান।
গত শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের ঘটনায় ইরান তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেন । আর শোক পালনের প্রথম দিনেই যুদ্ধের লাল পতাকা উড়িয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি জানান ইরান।
এমনকি ইরানে শিয়াদের পবিত্র নগরী ক্বোমের প্রখ্যাত জামকারান মসজিদের মিনারে এই লাল ঝান্ডা ওড়ানোর মুহূর্তকেও রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে।
এই ‘লাল পতাকা’র প্রতীকী অর্থ বিপ্লবী মেজর জেনারেল সোলেইমানি হত্যাকাণ্ডের ‘চরম প্রতিশোধ’ নেয়ার হুশিয়ারি হিসেবে দেখছেন তেহরানের বাসিন্দারা।
শিয়া সংস্কৃতিতে লাল পতাকার অর্থ হচ্ছে অন্যায়ভাবে রক্তক্ষরণ এবং যারা রক্তক্ষরণ করেছে তাদের প্রতি প্রতিশোধ নেয়ার আহ্বান। ইতিহাসে এই প্রথমবারের মতো ক্বোম নগরীতে লাল পতাকা ওড়ানো হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি শাখা কাতায়েব হিজবুল্লাহ রকেট হামলা চালায় এতে মার্কিন এক ঠিকাদার নিহত হয়ে ছিলেন। এরই জেরে দু’দিন পর যুক্তরাষ্ট্র আল-শাবির ঘাঁটিতে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে।
এর প্রতিবাদে আল-শাবির সদস্যরা মিছিল নিয়ে বাগদাদের গ্রিন জোনে প্রবেশ করে মার্কিন দূতবাসে হামলা-ভাঙচুর করে। যুক্তরাষ্ট্র এর প্রতিশোধ নিতে হামলা চালিয়ে জেনারেল সোলেইমানি ও আল-শাবির উপ-প্রধানসহ আটজনকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
মার্কিন বাহিনীর এই সন্ত্রাসী কর্মাকান্ডে চরম ক্ষিপ্ত হয়ে দেশের আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়ন করেছে তেহরান। ইরানের এমন হুমকির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে আরও সাড়ে ৩ হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আনন্দবাজার/এমকে
