শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

বিশ্বকাপ জিতে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

কাতার বিশ্বকাপের আগে মেসি-রোনালদো দাবা খেলছেন, এ ছবিটি ইনস্টাগ্রামে দিয়ে ৪ কোটির ওপরে লাইক পেয়েছিলেন রোনালদো। এবার শিরোপা জয়ের পর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। বিশ্বকাপ জয়ের মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি। ছবিসহ সে পোস্ট রোনালদোর পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে।

ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে বা মাঠের বাইরে যেদিকেই যান, সব জায়গাতেই যেন শোরগোল পড়েযায়। আড়ালে পড়েযান এমবাপ্পে-মেসি। কাতার বিশ্বকাপ শেষ আট থেকেই পর্তুগাল ছিটকে পড়ে। অন্যদিকে সব বাধা পেরিয়ে মেসির আর্জেন্টিনা আর এমবাপ্পের ফ্রান্স খেলেছে ফাইনালে। সেখানে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতে বাড়ি ফিরেছেন মেসি

ফলে, ইনস্টাগ্রামে ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে নির্দিষ্ট কোনো পোস্টে সবচেয়ে বেশি ‘লাইক’-এ রোনালদোর রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। বিশ্বকাপ জয়ের পর রোববার মেসি বেশ কয়েকটি ছবি দেন ইনস্টাগ্রামে। যেখানে ট্রফি হাতেও বেশ কয়েকটি ছবি ছিল। মেসির এই পোস্টে লাইক, কমেন্ট আর ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দেন বিশ্বজোড়া তাঁর ভক্তরা। এখন পর্যন্ত মেসির পোস্টে ‘লাইক’ দিয়েছেন সাড়ে পাঁচ কোটির বেশি মানুষ। আগে ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ‘লাইক’ পাওয়া পোস্টটি ছিল পর্তুগালের তারকা রোনালদোর।

কাতার বিশ্বকাপের আগে রোনালদোর পোস্টের ছবি

রোনালদোর সঙ্গে মেসি দাবা খেলছেন, ছবিটি ইনস্টাগ্রামে দিয়েছিলেন রোনালদো। পর্তুগাল তারকার সেই পোস্টে লাইক পড়েছিল প্রায় ৪ কোটি ২০ লাখ। তবে, ২০২১ কোপা আমেরিকার ট্রফি জয়ের উদ্‌যাপনের ছবি ইনস্টাগ্রামে দিয়েও একবার রোনালদোর রেকর্ড ভেঙেছিলেন মেসি।

আনন্দবাজার/কআ

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কার বিপক্ষে ছিটকে গেলেন শরিফুল, ফিরছেন তাসকিন!

সংবাদটি শেয়ার করুন