গত দুই মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের তিন হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। এছাড়াও দাবানল নিয়ন্ত্রণের জন্য ২০ মিলিয়ন ডলার বরাদ্ধ করেছে।
আজ শনিবার (৪জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটেন ঘনমাধ্যম বিবিসি।
প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করে সব কিছু গ্রাস করে নিচ্ছে দাবানাল। আগুন মোকাবেলায় ও নিয়ান্ত্রণের জন্য দেশজুড়ে তিন হাজার সেনা মোতায়েন করা হবে। এছাড়াও চারটি পানি-ছিটানো জন্য বিমানের ব্যবহার আরও জোড়দার করা হবে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস জানায়, অস্ট্রেলিয়ার ইতিহাসে কোন দুর্যোগ মোকাবেলায় সেনা মোতায়েনের ঘটনা এ প্রথম ঘটেছে।
দাবানলের আগুন থেকে বাঁচতে আশ্রয় নেয়া কৃষকদের ঘরবাড়িসহ ফসলি জমিও পুড়ে ছাই হয়ে গেছে, রক্ষায় পায়নি তাদের গৃহপালিত পশুও। আশঙ্কা করা হচ্ছে, গত চার মাসে দাবানলে অন্তত ৮ হাজার কোয়ালা মারা গেছে।
বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে অস্ট্রেলিয়ায় তাপমাত্রা ক্রমশ বাড়েই চলছে। দেশটির সব স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। একই সঙ্গে বয়ে চলা প্রবল ঝড়ো হাওয়া আগুনের লেলিহান শিখাকে আরও তীব্রতর করছে।
আনন্দবাজার/এম.কে