নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে কৃষক ও উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গবাদি পশুর ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দুলালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে শিবপুর উপজেলা প্রশাসন। এসময়, পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা, মৎস্য প্রাণিসম্পদ সেবা ও পরামর্শবুথ রাখা হয় দিনব্যপী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া জিন্নাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুব উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আয়োজকরা জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্যসেবা সংকট মোকাবেলায় জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনাখাতে নরসিংদীর শিবপুরের সব ইউনিয়ন ও পৌরসভার মোট ১০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনাসেবা প্রদান কর্মসূচি শুরু হয় গত সপ্তাহে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পূর্ব নির্ধারিত এক হাজার কৃষক জনপ্রতি ১০ প্যাকেট বীজ ও ৩ কেজি করে সার পেয়েছে এ কর্মসূচিতে। ইতিমধ্যে, ৯ হাজারেরও বেশি কৃষক শীতকালীন সবজি বীজসহ অন্যান্য সেবা পেয়েছে। আজকের কর্মসূচির মাধ্যমে তা ১০ হাজার পূর্ণ হলো। এছাড়া, পরিবার পরিকল্পনা সেবা ও গবাদি পশু পালনে পরামর্শ দেয়া হয়েছে সকলস্তরের কৃষক ও উদ্যেক্তাদের।
সকল ইউনিয়ন ও পৌরসভায় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও স্বাস্থ্যখাতের উন্নয়নে উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে সমন্বিত সেবার এ আয়োজন বাংলাদেশে এটাই প্রথম বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। এ কর্মসূচিতে প্রান্তিক কৃষকরা সর্বোচ্চ সুবিধা পাবে বলে ভাষ্য উপজেলা চেয়ারম্যানের।