বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ুদূষণে দায়ী ভারতের বাতাসও -পরিবেশ মন্ত্রী

পরিবেশ মন্ত্রী

বাংলাদেশের বায়ুদূষণ ও পরিবেশ দূষণে শুধু আমরা নিজেরা নই সেখানে ভারতও দায়ী। ভারতের দূষিত বায়ু আমাদের দেশে আসে। এতে বায়ুদূষণে প্রভাব ফেলে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আর বায়ুদূষণে মোট দেশজ উৎপাদন-জিডিপি ক্ষতিও উল্লেখযোগ্য বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

গতকাল মঙ্গলবার দৈনিক আনন্দবাজারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী আরও বলেন, আমাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে বায়ুদূষণ রোধে কাজ করতে হবে। আমরা নিজের কাজটা নিজে করতে পারলে বায়ুদূষণ রোধ করা সম্ভব হবে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, আশপাশ পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ।

মন্ত্রী বিশ্বব্যাংকের গত ৪ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে ৩ দশমিক ৯ থেকে ৪ দশমিক ৪ শতাংশ মোট দেশজ উৎপাদন-জিডিপির ক্ষতির একটি চিত্র দেখিয়েছে। তারা নিজেদের মতো করে হিসেব করেছে। বায়ুদূষণ শীতকালে বেশি হয়। এই বায়ুদূষণ শুধু আমাদের দেশে নয় বরং ভারতের দিল্লি, পাকিস্তানের করাচি, চীনের বেইজিংয়ে মারাত্মক। দেশে শীতকালে বাতাসে ধুলাবালি বেশি থাকে।

মন্ত্রী বলেন, শুধু আমাদের দেশেরই নয় ভারত থেকেও বাতাস আসে। সেই দূষিত বাতাসও আমাদের বাতাসকে দূষিত করে। এর মূল কারণ আমাদের কিছু উন্নয়ন মূলক কাজ, যানবাহনের কালোধোঁয়া, কল-কারখানা, ইটভাটার ধোঁয়া বায়ু ও পরিবেশদূষণে কাজ করে।

চলতি বছর মিশরে জাতিসংঘ জলবায়ু সম্মেলন-কপ২৭ এ বাংলাদেশের অবস্থান কী ছিল? জানতে চাইলে মন্ত্রী বলেন, কপ২৭ সম্মেলনে শুধু বাংলাদেশের হয়ে নয় আমরা বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর (ভালনারেবল কান্ট্রি) পক্ষেই কথা বলেছি। সবার হয়ে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের অর্থায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানি কমানো, উন্নত দেশগুলোর দূষণের ফলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশসহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত। ‘গ্রিন হাউস গ্যাস নির্গমন বাড়ায় বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। প্যারিসে বিশ্ব নেতারা একমত হয়েছিলেন জলবায়ুর পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সম্ভব হলে ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা। সেসব বিষয়ে জোর দাবি জানিয়েছি। আমরা আশাবাদী কেননা এবার লস এন্ড ড্যামেজের পক্ষে একমত হয়েছেন নেতারা। দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ এর আগে সবকিছু বাস্তবায়ন হবে।

আরও পড়ুনঃ  বিনিয়োগে করছাড়

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন