ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজ-সাকিব বীরত্বে রুদ্ধশ্বাস জয় পেলো বাংলাদেশ

মিরাজ-সাকিব বীরত্বে রুদ্ধশ্বাস জয় পেলো বাংলাদেশ

টাইগারদের লক্ষ্যটা মাত্র ১৮৭ রানের। আর এ লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই এমন পরিস্থিতিতে ১১ নম্বরে নামা মুস্তাফিজকে সাথে নিয়েই নতুন ইতিহাস রচনা করলেন মিরাজ। শেষ উইকেটে ৩৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে অবিশ্বাস্য জয়ের ইতিহাস তৈরী করলেন মিরাজ।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সিরিজের প্রথম ওয়ান্ডে, টসে হেরে বোলিংয়ে নামা টাইগার বাহিনী সেই উত্তেজনার মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয়। এদিন সাকিব-এবাদতদের বোলিং তোপে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানে অল আউট হয় ভারত। মিরপুরের স্পিন উইকেটে ভারতীয় ব্যাটারদের একাই নাচিয়েছেন সাকিব আল হাসান।

সাকিব ম্যাচের একাদশ ওভারে বোলিংয়ে এসে ভারতীয়দের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ফিরিয়ে শুরুটা করেন। এরপর মিডল ওভারে যখনই প্রয়োজন পড়েছে তখনই ব্রেক থ্রু এনে দিয়েছেন তারকা এই অলরাউন্ডার। দুর্দান্ত বোলিংয়ে নামের পাশে যোগ করেছেন আরেকটি ‘ফাইফার’ বা পাঁচ উইকেটের অর্জন। আর তাতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন গুটিয়ে গেছে দুইশ’র আগেই। সাকিবের সাথে এদিন সঙ্গ দিয়েছেন এবাদত। নিয়েছেন চারটি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। প্রথম বলেই সাজঘরে ফেরেন বিশ্বকাপে ঝড় উঠানো শান্ত। তৃতীয় উইকেটে সাকিব-লিটন দলকে আশাবাদী করে তোলার চেষ্টা করেছেন। লিটনের ৬৩ বলে ৪১ ও সাকিবের ৩৮ বলে ২৯ রান দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়। তবে, বাংলাদেশ দলের ব্যাটিং শক্তি মিডল অর্ডারের সিনিয়র মুশফিকুর এবং মাহমুদউল্লাহ প্রত্যাশা অনুযায়ী হাল ধরতে পারেননি। পরপর দুই বলেই দ্রুত বিদায় নেন মাহমুদউল্লাহ ও মুশফিক। মাহমুদউল্লাহ ১৪ ও মুশফিক ১৮ রানে ফেরেন। তাদের বিদায়ে চুপসে যায় মিরপুরের গ্যালারি। ম্যাচটা পুরোপুরি হেলে যায় ভারতের দিকে।

সেখান থেকেই মিরাজ-মোস্তাফিজের জুটিতে ম্যাচ নেয় নাটকীয় মোড়। মিরপুরের পরিপূর্ণ গ্যালারি তখন একদম নিশ্চুপ। জেতার আশা একদম ছেড়েই দিয়েছিলেন মাঠে থাকা দর্শকদের অনেকে। ম্যাচের এমন এক পরিস্থিতিতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন মিরাজ। খেলেন দুটি ছয় ও চারটি চারে সাজানো ৩৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। আর তাতে রোহিত-কোহলিদের হতাশায় ডুবিয়ে নাটকীয় এক জয় পেয়ে যায় বাংলাদেশ। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার ভারতের হাতের মুঠোয় থাকা ম্যাচ দারুণ নৈপুণ্য দেখিয়ে ছিনিয়ে নেয় বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জিতে যায় অধিনায়ক লিটন দাসের বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪১.২ ওভারে ১৮৬ (রাহুল ৭৩, রোহিত ২৭, আইয়ার ২৪, ওয়াশিংটন ১৯; সাকিব ৫/৩৬, এবাদত ৪/৪৭)।

বাংলাদেশ: ৪৬ ওভারে ১৮৭/৯ (মিরাজ ৩৮*, লিটন ৪১, সাকিব ২৯; সিরাজ ৩/৩২, কুলদীপ ২/৩৭, ওয়াশিংটন ২/১৭)

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন