বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন গ্রহণ চলবে ২৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা:
বয়সসীমা: ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
প্রশিক্ষণ শেষে ১৭তম গ্রেডে (৯,০০০-২১,৮০০ টাকা) বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
দুই বছর শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ থেকে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। পুলিশ বাহিনীর নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা:
আবেদনের নিয়ম:
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আনন্দবাজার/কআ