পটুয়াখালীর বাউফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। গতকাল বুধবার বাউফল উপজেলার কয়েকটি বাজারে সবজির কম দামের এমন চিত্র দেখা যায়।
বিক্রেতারা বলছেন, বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দামও কমেছে। বাজারে আসা ক্রেতারাও সবজির দাম নিয়ে কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলার কাছিপাড়া, বাহেরচর ও কালিশুরী বন্দর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ ৪০ টাকা, শিম ৪০ টাকা, মুলা ২০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৪৫ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে লাউ ও বরবটির দাম ১০ টাকা বেড়েছে।
কাছিপাড়া বাজারের সবজি ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন লিটন বলেন, শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দাম গত সপ্তাহর তুলনায় ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে। সামনের দিকে আরও দাম কমার সম্ভাবনা রয়েছে।
বাজার করতে আসা হারুন-অর-রশিদ মৃধা বলেন, বাজারে সব কিছুর দাম ঊর্ধ্বমুখি হলেও সবজির দাম কিছুটা স্বস্তি ফিরেছে।
গরুর মাংস বিক্রেতা রিপন সিকদার বলেন, বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। কেজিপ্রতি গরু মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। তবে দাম কমছে মুরগির। তিনি বলেন, প্রতিকেজি ব্রয়লার মুরগির গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে ১৬০ টাকা, লেয়ার মুরগি প্রতিকেজি ২০ টাকা কমে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বাজারে সামুদ্রিক মাছ আসায় বাজার স্থিতিশীল রয়েছে।
কাছিপাড়া মৎস্য ব্যবসায়ী আব্দুল খালেক হাওলাদার বলেন, বাজারে প্রচুর সামুদ্রিক মাছ আসছে। যার কারণে দেশীয় মাছের দাম অনেকটা কম। মৎস্য খাবারের দাম প্রতি কেজি ২৫ টাকা দরে বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় আগের চেয়ে দেশীয় মাছের মূল্য অনেক কমে গেছে।