ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অপরিকল্পনা ও অব্যবস্থাপনায় চলছে বাণিজ্য মেলা

অবহেলা, অপরিকল্পনা ও অব্যবস্থাপনায় শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার তৃতীয়দিনের মাথায় এসেও অনেক স্টল-প্যাভিলিয়নের নির্মাণ কাজ শেষ হয়নি। অলিগলিতে এখনও নির্মাণ সামগ্রীগুলো অপরিষ্কার হয়ে পড়ে আছে।

এসব কিছু যেমন সাজানো গোছানো প্রতিষ্ঠানগুলোর জন্য সমস্যার কারণ, তেমনি দর্শনার্থীদের চোখেও দৃষ্টিকটু। এদিকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিলেও এই অব্যবস্থাপনার দায় নিতে চায় না ইপিবি ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানের কেউই।

২৫ বছর ধরে আয়োজন করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীরাও ঘুরতে ও পণ্য কিনতে আসছেন মেলা প্রাঙ্গণে। তবে মেলাজুড়ে প্রতিটি গলিতেই চোখে পড়বে এমন কর্মযজ্ঞ, স্টল-প্যাভিলিয়ন সাজানো গোছানোর নিরন্তর চেষ্টা।

 আরও পড়ুন: ছাড়ের পসরা সাজিয়ে বসেছে বাণিজ্যমেলা

তারা বলেন, কাল দোকান পেয়েছে কালই কাজ শুরু হয়েছে। মেলা শুরুর পর কম দামে দোকান পাওয়া যায়। আগে কাজ পেলে আগে কাজ শেষ করতে পারতাম।

এমন কাজকর্ম ও নোংরা পরিবেশ, দৃষ্টিনন্দনভাবে সেজে ওঠা প্রতিষ্ঠানগুলোর বিক্রি ও প্রচারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানালেন প্রতিনিধিরা।

তারা বলেন, আমরা ভালো থাকলে কি হবে? চারপাশ তো নোংরা। সেল করতে সমস্যা।

মেলার সিলভার জুবলি উদযাপনের এই বছরে- আয়োজক প্রতিষ্ঠান ইপিবির প্রস্তুতিও ভালো। কমানো হয়েছে স্টল-প্যাভিলিয়নের সংখ্যা, বাড়ানো হয়েছে টিকিটের দাম। তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ ও উন্নয়নের নানা চিত্র।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন