ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্পোন্নত দেশগুলোকে বিনামূল্যে রুশ গমের ময়দা দেবে তুরস্ক

স্বল্পোন্নত দেশগুলোকে বিনামূল্যে রুশ গমের ময়দা দেবে তুরস্ক

সংকটে থাকা স্বল্পোন্নত দেশগুলোকে বিনামূল্যে রুশ গম থেকে তৈরি ময়দা সরবরাহ করবে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একমত হয়েছেন। সম্প্রচারমাধ্যম হ্যাবারতুর্কের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এ পদক্ষেপ বাস্তবায়নের প্রথম ধাপ হবে রুশ গম থেকে তুরস্কে ময়দা তৈরি করা, এবং বৈশ্বিক খাদ্য সংকট কমাতে সেসব ময়দা স্বল্পোন্নত দেশগুলোতে বিনামূল্যে সরবরাহ করা।

গত সপ্তাহে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর দিয়ে দেশটির খাদ্যশস্য রফতানির চুক্তির মেয়াদ চার মাসের জন্য বাড়ানো হয়। চুক্তিটি প্রথম স্বাক্ষরিত হয় গত জুলাই মাসে।

এ চুক্তির আওতায় একটি সুরক্ষিত সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়। যে করিডোর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রফতানি করা হয়। বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবিলায় এ চুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন