ঢাকা | রবিবার
৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সম্পদ হারিয়েও শীর্ষ ধনী বেজোস

গত বছরটা নানা রকম সমস্যা এবং উত্থান-পতনের মধ্যে দিয়ে পেরিয়ে গেলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এক হাজার কোটি ডলার নিজস্ব সম্পদও হারিয়েও আটকাতে পারেনি বেজোসকে।

ব্লুমবার্গ মিলিয়নিয়ার ইনডেক্সে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি বিশ্বের শীর্ষ ধনী তিনি। সেদিন তাঁর সম্পদ ছিল ১১ হাজার ৫০০ কোটি ডলার। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী তাঁর চেয়ে খুব বেশি পেছনে নেই।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ১১ হাজার ৩০০ কোটি ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে আছেন ফরাসি ব্যবসায়ী বারনার্ড আর্নল্ট। ব্লুমবার্গের তালিকায় শীর্ষ তিন ধনীর সম্পদ ১০০ বিলিয়ন বা ১০ হাজার ডলারের ওপরে।

বিবাহবিচ্ছেদ ও শেয়ারের দাম কমে যাওয়ার কারণে বেজোস শীর্ষ স্থান হারাবেন এমনটাই ধারণা ছিল অনেকের। মূলত কোম্পানিতে তাঁর সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসেরও শেয়ার ছিল। ৭৫ ভাগ ছিল জেফ বেজোসের। এই শেয়ারের পাশাপাশি ম্যাকেঞ্জি আমাজনের ৪ শতাংশ হিস্যাও পেয়েছেন। ফলে সব মিলিয়ে বিবাহবিচ্ছেদ বাবদ ম্যাকেঞ্জি পেয়েছেন ৩ হাজার ৭০০ কোটি ডলার। ম্যাকেঞ্জি এখন বিশ্বের ২৫তম ধনী।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন