ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জয়ল্যান্ড’র ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

‘জয়ল্যান্ড’র ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান

বহুল আলোচিত সিনেমা ‘জয়ল্যান্ড’র ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে গঠিত একটি রিভিউ কমিটি দ্বারা ছবিটি পুনরায় পর্যালোচনা করে এর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক রিফর্মসের প্রধান সালমান সুফি রাতে টুইট করে খবরটি নিশ্চিত করেছেন

‘বাকস্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার এবং এটিকে আইনের অধীনে চর্চা করা উচিত।’ বলে তিনি সে টুইটে জানান।

এর আগে পূর্বনির্ধারিত ১৮ নভেম্বর ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ হয়। তবে দেশটির প্রায় ১১টি রাজ্যে ছবিটি নিষিদ্ধ হওয়ায় মুক্তির বিষয়টি শঙ্কায় পড়ে যায়।

দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নিষিদ্ধের বিষয়টি বেশ আলোচিত হয়। ঠিক সে কারণে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উক্ত কমিটি ছবিটির কিছু কিছু অংশ সংশোধনের প্রস্তাব করে।

ছবিটির সংশ্লীষ্টদের মত, ‘প্রমাণ ছাড়া কোনও বিষয়ের ওপর নেতিবাচক অনুমান করা ঠিক নয়।’

১৮ নভেম্বর ছবিটি মুক্তির দিন ধার্য্য করা থাকলেও সংশোধন সাপেক্ষে মুক্তি ও প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য সময় দরকার। আনুষ্ঠানিক ছাড়পত্র না আসা পর্যন্ত প্রেক্ষাগৃহের পর্দায় ছবিটি প্রদর্শনের সুযোগ নেই।

‘জয়ল্যান্ড’ পাকিস্তানের প্রথম ছবি হিসেবে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। শুধু তাই নয়, কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে ছবিটি পুরস্কারও পেয়েছিলো।

তরুণ নির্মাতা সাইম সাদিক এটি নির্মাণ করেন। পাকিস্তান থেকে আসন্ন অস্কারে পাঠানোর জন্য নির্বাচিত করা হয় ‘জয়ল্যান্ড’কে। ৯৫তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে এটি।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সালমান পীরজাদা, সারওয়াট গিলানি ও সোহেল সমীর।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন