ঢাকা | শুক্রবার
৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন শুরু তিতাসের

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন শুরু তিতাসের
  • বকেয়া দেড় হাজার কোটি টাকা

প্রায় দেড় হাজার কোটি টাকা বকেয়া বিল আদায়ে রাজধানীর কুড়িল এলাকায় বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল সোমবার সকাল থেকে সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু হয়।

বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও যেসব গ্রাহক বকেয়া বিল পরিশোধ করছে না। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। গত সেপ্টেম্বরে এক দফা সংযোগ বিচ্ছিন্নের কাজ করে তিতাস কর্তৃপক্ষ। চলতি মাসের ৮ ও ৯ তারিখেও বেশ কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মূলত নোটিশ দেওয়ার পরেও যারা বিল পরিশোধ করেনি, তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।

তিতাসের জেনারেল ম্যানেজার (রাজস্ব) রশিদুল আলম বলেন, আমরা ৭ ও ৮ নভেম্বর রাজধানীর সোবহানবাগ এলাকায় ২০০টি সংযোগ বিচ্ছিন্ন করেছি। সোমবার তিতাসের ৩০টি টিম কুড়িল এলাকায় অভিযান পরিচালনা করছে। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও বকেয়া বিল পরিশোধে নারাজ গ্রাহকদের গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হচ্ছে।

আগামী সপ্তাহে মিরপুরে বিল খেলাপিদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবো।

সংবাদটি শেয়ার করুন