ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ১১ শিক্ষার্থী বহিস্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ে জড়িত থাকায় তিন ছাত্রী সহ ১১ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৯ ডিসেম্বরে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী হারুন-অর-রশিদ ও মুহাম্মদ মাহাবুবুল আলম, মওলানা ভাসানী হলের মো. রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগ্না রেমা, জাকির হোসেন জীবন, মো. মাহবুবুল আলম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এনামুল হক তামিম এবং বেগম খালেদা জিয়া হলের সারা বিনতে সালাহ, সায়মা লিমা ও ফারিহা বিনতে হক।

বহিস্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন