ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে ‘আরআরআর ২’

আসছে 'আরআরআর ২'

করোনার পর যে কয়টি সিনেমা বেশ আলোড়ন ফেলেছে তার মধ্যে তেলেগু সিনেমা ‘আরআরআর’ অন্যতম। বিশ্বে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। ঈর্ষণীয় ব্যবসায়িক সফলতা পওয়ার পর এবার এটির সিকুয়েল তৈরির ঘোষণা দিলেন পরিচালক এস এস রাজামৌলি।

পরিচালক রাজামৌলি জানিয়েছেন, বাবা বিজয়েন্দ্র প্রসাদ আপাতত ‘আরআরআর’-এর দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের ওপর কাজ করছেন।

রাজামৌলি বলেন, বাবাই তার জন্য সব চিত্রনাট্য লিখছেন। এবার তিনি ‘আরআরআর ২’-এর ওপর কাজ করছেন। গল্প নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে, সিকুয়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

৪০০ কোটির ‘আরআরআর’ বিশ্বে প্রায় ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন রাজামৌলি। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছে রাম চরণকে।

ছবিতে রাম চরণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন