ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসে দুটি শৈত্যপ্রবাহ

নতুন বছরে শুরুতে দেশের ওপর দিয়ে বয়ে যাবে দুটি শৈত্যপ্রবাহ। একই সঙ্গে আগামী দুয়েক দিনের মধ্যে শুরু হবে মাঝারি ধরনের বৃষ্টি। আর চলতি মাসের শেষের দিকে ধয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

শামসুদ্দিন আহমেদ বলেন, গত মাসের শেষের দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রার ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সাধারণত তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আমরা তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরে নেই।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, গতকাল বুধবার (১ জানুয়ারি) রাতে ঢাকা ও ময়মনসিংহ ছাড়া সর্বত্রই বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি  হতে পারে। তখন থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। ৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা আরও বাড়তে শুরু করবে।

শামসুদ্দি জানান, জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ হবে, একই সাথে ৩, ৪, ৫ জানুয়ারি বৃষ্টি হবে। এর পরেই নামবে তীব্র শীত। আগামী ১০ তারিখ পর্যন্ত মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

তিনি আরও জানান,  রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, সুনামগঞ্জ, রাঙামাটির বাঘাইছড়ি এলাকায় মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আওতায় থকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে মধ্যম ধরনের শীত থাকবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন