ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের সিটের নিচে মিললো ৬ কেজি সোনা

বিমানের সিটের নিচে মিললো ৬ কেজি সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ৬ কেজি ওজনের ৫৬ টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা টিম এসব বার উদ্ধার করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে শুল্ক গোয়েন্দার যৌথ টিম অবস্থান নেয়। বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে গোয়েন্দা দল অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের সিট নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো অবস্থায় ৫৬টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দকরা ৫৬টি স্বর্ণবারের ওজন সাড়ে ছয় কেজি। যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। বিজনেস ক্লাসের ওই সিটের কোনো যাত্রী না থাকায় কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন