ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৪১তম বিসিএস লিখিত ফলাফল যে কোনো দিন

৪১তম বিসিএস লিখিত ফলাফল যে কোনো দিন

পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ, বর্তমানে ফলাফল তৈরির সব কাজ চলছে তাই চলতি মাসে যে কোনো দিন ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশে কিছুটা দেরি হয়ে গেছে। পরীক্ষক নির্ধারিত সময়ে খাতা মূল্যায়ন করতে বিলম্ব করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আমরা পরবর্তী পরীক্ষার খাতা দেওয়ার আগে পরীক্ষকদের অনুরোধ জানিয়েছি। আগের চাইতে খাতার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল তৈরির কাজ চলছে। নভেম্বর মাসের যে কোনো সময় তা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফলফল প্রকাশে দেরি হলেও মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করা হবে। ফলাফল প্রকাশের পরবর্তী তিন মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে।

আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় সবাই অংশগ্রহন করেন।

৪১ বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বিসিএস শিক্ষায় ৯০৫ জন ও কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে সংখ্যাটা ৩২৩ জন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন