বেশির ভাগ শেয়ার দর অপরিবর্তিত
লেনদেন
- ডিএসইতে ৭শ কোটি
- সিএসইতে ২৩ কোটি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সোমবার সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ দুই স্টকে কমেছে। উভয় স্টকে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ক্রেতার চেয়ে বিক্রেতার চাপে হিড়িক।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গতকাল সোমবার ডিএসইতে ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস গত রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ দশমিক ৩৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৫৬ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১২ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২৬ দশমিক ৭০ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৭ দশমিক ৪৩ পয়েন্টে।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯টি এবং কমেছে ৮৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ২৩২টির। এদিন ডিএসইতে বসুন্ধরা পেপারের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বসুন্ধরা পেপার ৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো ৪০ কোটি ৮৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৩৭ কোটি ৬২ লাখ টাকা, সী পার্ল বিচ ৩৩ কোটি ২৯ লাখ টাকা, কেডিএস এক্সসরিজ ২৮ কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৭ কোটি ৩৬ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিং ২৬ কোটি ৪৩ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৩২ কোটি ৩১ লাখ টাকা, ইন্ট্রাকো ৩০ কোটি ৪৮ লাখ টাকা, জেএমআই হসপিটাল ২৭ কোটি ৬৪ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৬ কোটি ৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৫ কোটি ৪২ লাক টাকা এবং সোনালী পেপার ২৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে এদিনে ১০ শতাংশ। শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ ৮ দশমিক ২৩ শতাংশ, বসুন্ধরা পেপার ৬ দশমিক ৭৪ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৬ দশমিক শূন্য ৩ শতাংশ, এডিএন টেলিকম ৫ দশমিক ৭৩ শতাংশ, আমরা টেকনোলজি ৫ দশমিক ৩৬ শতাংশ, ইনফরমেশন সাভির্সেস ৫ দশমিক ২৪ শতাংশ, ইউনিক হোটেল ৫ দশমিক ২৪ শতাংশ, রুপালি লাইফ ইন্স্যুরেন্স ৫ দশমিক ২২ শতাংশ এবং শমরিতা হাসপাতাল ২ দমমিক ৬৫ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।
শেয়ার দর কমার শীর্ষে রয়েছে নাভানা ফার্মার শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৪ শতাংশ। শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পল পোপর ৮ দশমিক ৭৪ শতাংশ, সেনা কল্যান ইন্স্যুরেন্স ৮ দশমিক ৬০ শতাংশ, পেপার প্রসেসিং ৭ দশমিক ৩৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৬ দশমিক ৮২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৬ দশমিক ৬৭ শতাংশ, জেমিনি সী ৬ দশমিক ৬৫ শতাংশ, জুট স্পিনার্স ৬ দশমিক ৩৫ শতাংশ, বিকন ফার্মা ৬ দশমিক ১৭ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৫ দশমিক ৯৩ শতাংশ করে শেয়ার দর কমেছে।
অপরদিকে, সিএসইতে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৪০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৯টি, কমেছে ৬৭টি এবং পরিবর্তন হয়নি ১২৮টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭০ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২২ দশমিক ৮১ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৮৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ১৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪৩ দশমিক ১৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ১২ দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩৬ দশমিক ৭৫ পয়েন্টে, ১৩ হাজার ২৮১ দশমিক ৬৪ পয়েন্টে, ১১ হাজার ১৬০ দশমিক ১৯ পয়েন্টে এবং ১ হাজার ১৮৬ দশমিক ৫৭ পয়েন্টে।
এদিন সিএসইতে ওয়ান ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওয়ান ব্যাংক ৯ কোটি ২০ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা ফার্মা ৩ কোটি ৩৯ লাখ টাকা, বসুন্ধরা পেপার ১ কোটি ২ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৯৬ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৭০ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৬৬ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স ৬৩ লাখ টাকা, খুলনা পাওয়ার ৪১ লাখ টাকা, ইউনিক পাওয়ার ৩৭ লাখ টাকা এবং কেয়া কসমেটিকস ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।