ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে এ পর্যন্ত ১৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) রাজ্যটির মোরবি জেলায় মাচ্ছু নদীতে নির্মিত প্রায় দেড়শ বছরের পুরোনো ওই সেতু ভেঙে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। খবর: এনডিটিভি
মর্মান্তিক ও ভয়াবহ এ সেতু দুর্ঘটনায় পরিবারের ১২ জন সদস্যকে হারিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির এমপির মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার। তিনি রাজ্যটির রাজকোটের বিজেপি দলীয় সংসদ সদস্য।
পুলিশের রাজকোট রেঞ্জ আইজি অশোক যাদব জানিয়েছেন, এ পর্যন্ত ১৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেতু ভেঙে পড়ার ঘটনায় কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা জারি রয়েছে।
রোববার স্থানীয় সময় বিকেল ৬টা ৪২ মিনিটে ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি ভেঙে পড়ে। ওইসময় প্রায় ৫০০ মানুষ সেতুটির ওপরে ছিলেন, যাদের অধিকাংশই পর্যটক। কেউ কেউ বিশেষ পূজা পালন করছিলেন।
সেতুটি ভেঙে পড়লে সাঁতরে কিছু মানুষ তীরে আসার চেষ্টা করেন। এসময় কিছু মানুষকে ভাঙা সেতুর রেলিং ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেও দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার পর পরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেন। প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ এবং আহতদের ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
একটি টুইট করে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল জানান এ ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন। একইসাথে আহতদের চিকিৎসা ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আনন্দবাজার/কআ