শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার কিডনি বিক্রি করতে চাওয়া মেহেদির পাশে জায়েদ খান

এবার কিডনি বিক্রি করতে চাওয়া মেহেদির পাশে জায়েদ খান

রাজধানীর দেয়ালে দেয়ালে মায়ের চিকিৎসার জন্য নিজের কিডনি বিক্রি করার লিফলেট, যেখানে লেখা ছিলো, ‘মাকে বাঁচানোর জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। দয়াকরে কেউ উপহাস করবেন না। আমার মাকে বাঁচাতেই হবে।’

এমন আবেগী বিজ্ঞাপনের নিচে মেহেদী জুড়ে দেন তার মুঠোফোন নম্বর। মেহেদীর এমন ঘটনা নজরে আসে নায়ক- জায়েদ খানের। জায়েদ খান আগ্রহ প্রকাশ করেন মেহেদীর পাশে দাঁড়ানোর।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে জায়েদ খান দেখা করেন মেহেদী ও তার মায়ের সঙ্গে। আশ্বাস দেন, মায়ের চিকিৎসা ব্যয়ভারের বিষয়ে। তিনি বলেন, ‘মেহেদী তার মায়ের চিকিৎসার জন্য আর কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি। আমাকে দেখে আর আমার মা নেই শুনে- মেহেদীর মা বললেন, তুমি আমার সন্তান। আশা করছি মেহেদীর মায়ের চিকিৎসায় কোনও সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’

টিভি প্রতিবেদকের মাধ্যমে খবর জানতে পারা জায়েদ খান প্রতিবেদক রাশেদ আনিসকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, ‘ছেলেটির এই নিউজটা যতবার দেখেছি ততবার চোখের পানি ঝরেছে। মা হারানোর কষ্ট আমি বুঝি। ধন্যবাদ রাশেদ, এমন মানবিক প্রতিবেদন তুলে ধরার জন্য।’

আনন্দবাজার/কআ

আরও পড়ুনঃ  কোরবানির ষাঁড়ের পেটে বাছুর!

সংবাদটি শেয়ার করুন