ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিআইবিতে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

পিআইবিতে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ০১ (এক) বছর মেয়াদি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শনিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মেধা তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় যারা স্থান পেয়েছেন এবং যারা স্থান পাননি কিন্তু ভর্তির জন্য আবেদন করেছিলেন উভয় শিক্ষার্থীই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। রবিবারও (২৩ অক্টোবর) মৌখিক পর‌ীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষায় সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ও অধ্যক্ষ জাফর ওয়াজেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ভর্তি কমিটির অন্যান্য সদস্যরাও এখানে উপস্থিত ছিলেন। অন্যান্য সদস্যরা হলেন- পিআিইবি’র উপ-পরিচালক, প্রশাসন (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, ও প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন।

আরো উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সদস্য-সচিব ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের সমন্বয়কারী প্রভাষক শুভ কর্মকার।

সংবাদটি শেয়ার করুন