ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের কাছে শুরুতেই হোঁচট স্বাগতিক অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডের কাছে শুরুতেই হোঁচট স্বাগতিক অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

সিডনিতে ২০১ রান তাড়া করতে নেমে ১১১ রানেই থেমেছে ওয়ার্নারের দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৮৯ বড় হারে টুর্নামেন্ট শুরু হলো স্বাগতিকদের।

কিউইদের জয়ের নায়ক ডেভন কনওয়ে। তার ৫৮ বলে ৯২ রানের ইনিংস নিউজিল্যান্ডকে ২০০ রানের শক্ত ভিত গড়ে দেয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৪২ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হন অ্যালেন। তার বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও পাওয়ারপ্লেতে মোট ৬৫ রান যোগ করে নিউজিল্যান্ড।

অ্যালেনের পর কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৬৯ রান। ২৩ বলে ২৩ রান করে উইলিয়ামসনের বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি চারে নামা গ্লেন ফিলিপসও। ১২ রান করে ফিরেছেন হ্যাজেলউডের বলে।

চতুর্থ উইকেটে দ্রুত ৪৮ রান যোগ করে দলকে ২০০ রানে নিয়ে যান জিমি নিশাম ও কনওয়ে।

২০০ রানতাড়ায় অস্ট্রেলিয়া কখনোই কক্ষপথে ছিল না। টিম সাউদির বলে দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নারের দুর্ভাগ্যজনক বোল্ড দিয়ে যার শুরু।

এরপর মেরে খেলতে গিয়ে সব ধরনের বোলারের কাছেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে ১০ ওভারে ৪ উইকেটে ৬২ রানের পরও কিছুটা ভরসা হয়ে টিকেছিলেন টিম ডেভিড আর ম্যাথু ওয়েড।

একাদশে জায়গা পাওয়া ডেভিড বা ফিনিশার হয়ে ওঠা ওয়েড এ যাত্রায় আর ত্রাতা হতে পারেননি। ১ ছয় মারার পরই মিচেল স্যান্টনারের বলে নিশামকে ক্যাচ দেন ডেভিড। আর লকি ফার্গুসনের বলে ওয়েড ক্যাচ দেন কনওয়েকে। ১২.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

বিপর্যয় সামাল দিতে গেলে স্লথ হয়েছে রান তোলার গতিও। ১৭.১ বল পর্যন্ত ম্যাচ চলেছে তাতে শুধু ব্যবধানই কমেছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন